আশাশুনির বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট
করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন, বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজার, কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার, কুল্যা ইউনিয়নের হাজির হাটখোলা ও গুণাকরকাটি বাজার এবং বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার, বেউলা ও পাইথালি বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং জনসচেতনতা করা হয়। সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সামাজিক দুরত্ব না মানায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না ঝুলিয়ে রাখায় ০৩ ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়।