ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার। দেশটিতে গত এক দিনে প্রাণ হারিয়েছেন ৫৭০ জন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫১ জন।
শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।
ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। আর এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৪৯ জনের।
শুক্রবার নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখন পর্যন্ত ইতালিতে মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৪৫ জন।
এদিকে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। কত জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। মহামারির সময়ে ৬ কোটি জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন সচল রাখতেও বোনাস ঘোষনা দিয়েছেন ইতালি সরকার।
এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রায় এক লাখ ১৪ হাজার ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৪ হাজার ৮৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।