আজ ও শ্যামনগরে অবাধে প্রবেশ করছে শ্রমিক: করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার আশংকা
শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে দেশের বিভিন্ন অ লে ইটভাটা কাজ শেষে শ্রমিকরা শ্যামনগরে অবাধে প্রবেশ শুরু করেছে। রাতের আধারে মালবাহি ট্রাকের ভিতরে লুকিয়ে শ্রমিকরা নিজ নিজ এলাকায় ফিরছে। কোন পরীক্ষা ছাড়াই শ্রমিকদের এলাকায় প্রবেশ করায় মানুষের মধ্যে করনা আতংক ছড়িয়ে পড়েছে। যে কোন সময় শ্যামনগর উপজেলা ব্যপী ব্যপক ভাবে করনা ভাইরাস সংকমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এমন আশংকায় স্থানীয় সুশিল সমাজের।
আজ ১১ এপ্রিল শনিবার সকালে শ্যামনগর সদর বাসষ্ট্যান্ডে দেখাযায় ময়মনসিংহ থেকে ৪টি ট্রাক যোগে শতাধিক ভাটা শ্রমিক নিজ নিজ বাড়ীতে ফিরছে। শ্রমিক রব্বানী ও রহমান জানায় দীর্ঘদিন ভাটার কাজ শেষে বাড়ীতে আসার জন্য পরিবহন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে করে বাড়ীতে ফিরেছে। তাছাড়া ভাটা মালিকগণ কাজের মৌসুম শেষ হওয়ায় ভাটা হতে জোর করে বের করে দিচ্ছে। ভাটা শ্রমিকরা কোন বাঁধাই মানছে না। তাদের সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। শ্রমিক সরদার সাইফুল জানান, ভাটার মৌসুম শেষ হওয়ায় শ্রমিকরা ভাটায় থাকতে পারছে না। ফলে বাধ্য হয়ে রাতের আধারে বাড়ীতে ফিরতে হচ্ছে। গত ৭দিনে ১০ সহস্রাধিক শ্রমিক শ্যামনগরে প্রবেশ করেছে তিনি জানান। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী জানান, প্রবেশকারী শ্রমিকদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ৩টি করে স্কুলে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
আনিসুর রহমান
তারিখ- ১১/১০/২০২০