কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু
সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে শুক্রবার সকাল ৯ টা থেকে বিরামহীন ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা শুরু হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহওনওয়াহ, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের সরকারী অনুমোদিত টিসিবি ডিলার মোঃ আজাহারুল ইসলাম, কলারোয়া নিউজের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক এসএম ফারুক হোসেন, কলারোয়া থানার এসআই সাঈদ, এএস আই নুরালী, এএস জামান প্রমুখ।
এখানে সবিল তৈল-৮০ টাকা লিটার, মসুরির ডাউল-৫০- টাকা কেজি, চিনি-৫০ টাকা কেজি দরে দেয়া হচ্ছে। করোনাভাইরাস মহামারির সময় এ সেবা পেয়ে অসচ্ছল মানুষ গুলো সরকারের এই কার্যক্রমের সাধুবাদ জানান। এভাবে চলমান থাকলে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ ক্রেতা রক্ষা পাবেন বলে স্থানীয় জনসাধারণ জানান।