সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গাঁজা উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা সীমান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি কঠোর হস্তে সীমান্তটি পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্তে বিজিবি টহল টিম অব্যাহত আছে ।
আজ ৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় তলুইগাছা বিওপি ক্যাম্প কমান্ডার আব্দুল সবুর এর নেতৃত্বে, লেঃ নায়েক সরওয়ার ও গোয়েন্দা সদস্যসহ একটি টহল টিম অভিযান চালায়। এসময় মেইন পিলারের ২০ গজ বাংলাদেশের ভিতরে উঃতলুইগাছা নামক স্থানে থেকে মাদক কারবারীদের সন্ধেহ হলে তাদেরকে ধাওয়া করে। পরবর্তীতে মাদক কার বারিরা একটি সাদা বস্তা রেখে দ্রুত পালিয়ে যায়। বিজিবি সদস্যরা বস্তার ভিতরে ১ কেজি ওজনের ১২ টি টেপেন মোড়ানো গাঁজার পায় । পরবর্তী মালামাল গুলো তলুইগাছা বিওপি ক্যাম্পে নিয়ে আসেন।
এ প্রসঙ্গে ক্যাম্প কমান্ডার আব্দুল সবুরের কাছে জানতে চাইলে, তিনি বলেন মানবপাচার ও মাদকসহ অবৈধ জিনিস এর ব্যাপারে বিজিবি কোনো প্রকার ছাড় দেবে না। বিজিবি যেখানে অনিয়ম ও চোরাকারবারি দেখতে পাবে সেখানে হানা দেবে । এ প্রসঙ্গে ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার গাঁজার বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা কোন চোরাকারবারিকে ধরতে পারিনি।