শ্যামনগরে করোনা প্রতিরোধে জরুরী সভা
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা প্রতিরোধে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আলহাজ্জ্ব নাজমুল হুদা সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
এসভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। শ্যামনগর থেকে ৪০ হাজারের মত মানুষ দেশের বিভিন্ন ইট ভাটায় কাজ করতে যায়। তারা এলাকার ফিরে আসায় পরিস্থি কিছুটা খারাপ হওয়ায় শ্যামনগরে প্রবেশ পথ মৌতলায় পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং ফিরে আসা শ্রমিকদের প্রতিটি ইউনিয়নে ৩টি করে স্কুলে হোম কোয়ারিন্টারে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।