চাল বিক্রিতে ওজনে কম দেয়ায় কলারোয়ায় এক ডিলারের ৩০হাজার টাকা জরিমানা
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে (ওএমএস) এর চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে কলারোয়ায় এক ডিলারের ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার উপজেলার মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ডিলার মোঃ মাহাবুবুর রহমান হতদরিদ্রদের মাথাপিছু ৩০ কেজি চাল দেয়ার নিয়ম থাকলেও প্রত্যেককে আড়াই কেজি থেকে তিন কেজি চাল কম দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।
এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে ওই ঘটনার সত্যতা পাওয়ায় যায় এবং ডিলার মোঃ মাহাবুবুর রহমান তার কৃত অপরাধ স্বীকার করেন। এ অপরাধে অভিযুক্ত ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা ভঙ্গের অপরাধে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চাল গ্রহণকারী প্রত্যেককে তাদের প্রাপ্য অবশিষ্ট চাল ফেরত প্রদানের নির্দেশনা দেন।