কর্মহীন ৩’শ পরিবারে পাশে খুলনার বিএনপি নেতা
খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার করোনা সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ- অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল।
আজ প্রাথমিকভাবে তেরখাদার উপজেলার ৪টি ইউনিয়নে ৩০০ পরিবারকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন তিনি। ধারাবাহিক ভাবে হেলালের নির্বাচনী এলাকা খুলনা -৪ এর তিন উপজেলার তিন হাজার পরিবারকে এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তেরখাদার বিএনপি নেতারা জানান, সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি চলছে। প্রাথমিকভাবে ৪টি ইউনিয়নে ৩০০ পরিবারকে সহায়তা করা হয়েছে।সামগ্রিকভাবে ৬টি ইউনিয়নে ৬০০পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হবে।
ত্রান বিতরণের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালানো হয় এবং তাদের ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আতাউর রহমান রনু , খুলনা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,, তেরখাদা থানা বিএনপির সহ -সভাপতি মোল্লা আজিজুর রহমান গাউস,আব্দুল হক, ১ম যুগ্ম সাধারন সম্পাদক বুলু চৌধুরী ,সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, তেরখাদা থানা যুবদলের আহবায়ক হুমায়ন মোল্লা, ছাত্রদলের আহবায়ক সুমন,সদস্য সচিব সাব্বির আহমেদ টগর, শ্রমিক দলের আহবায়ক এনামুল কবির সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us: