করোনা ভাইরাস সংক্রমনকে উপেক্ষা করে মৌ চাষীরা সুন্দরবনে: আতংকিত এলাকাবাসী
শ্যামনগর উপজেলা ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমনকে উপেক্ষা করে বাহিরে থেকে মৌ চাষীরা আসছে মিরগাং নামক স্থানে, এলাকায় আতংকের সৃষ্টি। এই সময়ে সুন্দরবনে বিভিন্ন প্রকৃতির ফুল ফোটায় মৌ চাষীরা সুন্দরবনের কোলঘেষে তাদের বাক্স বসিয়ে মাছি দিয়ে মৌ আহরন করায় পরে তারা এই বাক্স থেকে মৌ সংগ্রহ করে থাকে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস সংক্রমনের ফলে সরকার বন্ধ করে দিয়েছে সব কিছুর কার্য্যক্রম। এর মধ্যে দিয়ে সকল স্তর ম্যানেজ করে পাবনা, গাজীপুর, নাটর, দিনাজপুর, গোপলগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসছে মৌ চাষীরা।মানছে না হোমকোরেন্টাইন। কিন্তু ঝুকিত পড়ছে এই এলাকার মানুষ। ফয়সাল নামের একজন মৌ চাষী বলেন, আমরা পাবনা থেকে মৌ মাছি বাক্সগুলো এখানে নিয়ে এসেছি। ১৫ দিন হোমকোরেন্টাইনে থাকার পর আমরা আমাদের মৌ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছি।
তবে, স্থানীয় মৌ চাষী ছাড়া হোমকোরেন্টাইন মেনে চলছে না বহিরাগত ঐ সব মৌ চাষীরা। এমন ধরনের অভিযোগ তুলে বললেন,ইউপি সদস্য মো: আনারুল হাসান তিনি আরও বলেন আমাদের কথা অমান্য করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহিলা ইউপি সদস্য করুনা বালা বলেন, বর্তমানে করোনা ভাইরাস্ থেকে আমাদের এলাকা মুক্ত থাকলেও আমরা ভয়ে আছি। বাহিরে থেকে বিভিন্ন এলাকার মৌ চাষীরা এখানে আসলে হয়তো যে কোন মুহুত্ব এই ভাইরাস্ছাড়াতে পারে বলে ধারনা করছি। অত্র এলাকার মৌ চাষ সংগঠনের সভাপতি মোশারাফ হোসেন বলেন, আমাদের এলাকায়
মোট দেড়শ মৌ চাষী আছে। তারা বাহিরে থেকে এসে কমপক্ষে ১৫দিন হোমকোরেন্টাইনে থাকলেও মানছে না বাহিরের মৌ চাষীরা। বাক্সগুলো নামিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের সহযোগীতা করছে এলাকার কিছু মানুষ তবে বিষয়টি প্রশাসনের হস্থক্ষেপ জরুরী।