আশাশুনির ওসির বিভিন্ন গ্রামে গমন করে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম উপজেলার বিভিন্ন গ্রামে গমন করে করোনা ভাইরাস সংক্রান্ত আইন বাস্তবায়নে কার্যক্রম পারিচালনা, মনিটরিং ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার তিনি বিভিন্ন বাজার ও স্থানে গিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।
করোনা ভাইরাসের ছোবল থেকে এলাকাকে মুক্ত রাখার জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে ওসি আঃ সালাম বিভিন্ন বাজারে গমন করেন। বাজারে সন্ধ্যা ৬ টার মধ্যে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখা, সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে সতর্কবার্তা ঘোষণা করেন। বাজারে উপস্থিত মানুষকে এসব বিষয় মেনে চলতে তাগিদ প্রদান এবং দ্রুত বাজার ত্যাগ করে বাড়িতে যেতে উদ্বুদ্ধ করেন। করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষ কাজ থেকে বিরত থেকে হোম কোয়ারিনটিনে থাকায় খাদ্য সংকটে পড়েছেন। তিনি যখনই এসব মানুষের খোজ পাচ্ছেন তখনই তাদের বাড়িতে পৌছে খাদ্য সামগ্রী নিজ হাতে তুলে দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি এরই ধারাবাহিকতায় ব্যক্তিগত উদ্যোগে বড়দল, খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে ৬০ ব্যক্তিকে ৬০ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেন। প্রত্যেক প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি তেল, ২ কেজি আলু, ১ প্যাকেট লবণ ও ১টি করে সাবান রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামে রাত-দিন ছুটে গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা ও অন্যদেরকে নিরাপদ রাখার বিষয়টি অবগত করাচ্ছেন। এসময় এসআই হাসানুজ্জামান, এসআই দেবাশীষসহ পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।