সাতক্ষীরায় মৎস্য ব্যবসায়ী সমিতি দুঃস্থ মানুষের মাঝে দিলেন খাদ্য সামগ্রী
করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার সকাল সুলতানপুর বড়বাজারে মৎস্য সমিতির পক্ষ থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, সদর থানার ওসি আসাদুজ্জামান, পৌর আওয়ামীলীগর সভাপতি নাসেরুল হক, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলিম মোড়ল, ব্যবসায়ী ইমামুন ইসলাম ইমাম প্রমুখ।
এ সময় প্রতিটি মানুষের মাঝে ৫ কেজি চাউল, এক কেজি ডাল, দুই কেজি আলু, ৫শ’ গ্রাম তেল, এক কেজি লবণ ও একটি সাবান দেয়া হয়।
পুলিশ সুপার এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার এবং বাড়িতে থাকার আহবান জানান।