শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার উদ্যোগে কর্মহীনদের মাঝে রুটি ও গুড় বিতরণ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুলতানপুরে বড় বাজার মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পৌরসভার ০৯টি ওয়ার্ডে প্রতিদিন ৩০০ পরিবারের মাঝে রুটি ও গুড় বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা শেখ ইজাজ আহমেদ স্বপন, মহিলা নেত্রী রওশনারা রুবি, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মো. অহেদুজ্জামান টিটু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন বশির আহমেদ, আব্দুর রউফ খোকন, মো. নুরুল হক, ইয়াছিন আলী, আব্দুর রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান, জালাল, কবির হোসেন, সিরাজুল ইসলাম ডালিম প্রমুখ।
Please follow and like us: