সাতক্ষীরায় মোট ২ হাজার ৯৯৭ জন হোম কোয়ারেন্টাইনে: ছাড়পত্র দেয়া হয়েছে ৯১৬ জনকে
সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৯৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৯১৬ জনকে।
এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই ভারত থেকে ঢুকছে শত শত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। আজ রবিবার বেলা ২টা পর্যন্ত ৪৮ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ঢুকেছেন। যার বেশীর ভাগই বাড়ি সাতক্ষীরায়। সমগ্র দেশ জুড়ে যখন চলছে অঘোষিত লক ডাউন ঠিক তখনই ভোমরা ইমিগ্রেশন দিয়ে ঢুকছে শত শত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। এতে সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক বাড়ছে। তবে, ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। তবে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীরা।
Please follow and like us: