যৌনকর্মীদের বাঁচতে যৌনতা প্রয়োজন, মোদিকে স্বস্তিকা
মরণঘাতি করোনাভাইরাসের অন্ধকার থেকে ভারতেকে আলোর পথে নিয়ে যেতে চান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উদ্দেশেই আগামীকাল রবিবার আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন তিনি। শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশে দেয়া ভিডিও বার্তায় এমন আবেদন করেন মোদি।
সেই ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বারবার ১৩০ কোটি দেশবাসীর কথা উল্লেখ করলেও যারা গরিব, দিন আনে দিন খায়, তাদের কীভাবে চলবে সে বিষয়ে ভুলেও আলোকপাত করেননি তিনি। যাদের টাকা নেই, যাদের খাবার নেই, যাদের খাবার পানি পর্যন্ত নেই, তারা কীভাবে মোমবাতি জ্বালাবেন, সে প্রসঙ্গও তোলেননি।
মোদির এই বক্তব্যে হতবাক এবং ক্ষুব্ধ কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘দেশবাসীকে একত্রিত হয়ে করোনামুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু যাদের বাঁচার সামান্য রসদটুকুও নেই, তারা কী করে মোমবাতি জালবে? যৌনকর্মীদের কথাই ধরুন। তাদের বাঁচতে তো শুধু সেক্সটাই প্রয়োজন।’
মোদি তার বক্তব্যে বলেছিলেন, ‘রবিবার দয়া করে বাড়ির আলো বন্ধ রাখুন। মোমবাতি জ্বালান। ৯ মিনিট ধরে বাড়ির ব্যালকনি থেকে টর্চ বা মোবাইলের আলো জ্বালান। মোমবাতি জ্বালানোর সময় সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনাভাইরাসের শৃঙ্খল ভেঙে বেরনোর একটাই উপায়, দূরত্ব বজায় রাখা।’