খাদ্য সংকট নিরসনে দেবহাটায় কর্মহীনদের বাড়ীতে খাদ্য পৌছে দিলেন ওসি
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সংকট নিরসনে বাড়ী বাড়ী গিয়ে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় রবিবার সকাল ১০ টা থেকে উপজেলা সদর, গরানবাড়ীয়া, শিমুলিয়া, সাংবাড়িয়া, গাজীরহাট, সখিপুর, পারুলিয়া, কুলিয়াসহ বিভিন্ন এলাকায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ী বাড়ী ঘুরে পুলিশ সদস্যদের সাথে নিয়ে নিজেই খাদ্য সামগ্রী বিতরণ করেন ওসি।
এসময় প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি ভোজ্য তেল ও একটি করে সাবান বিতরণ করেন তিনি। বিতরণকালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এসআই আসিফ মাহমুদসহ সকল পুলিশ সদস্যরা
উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সকলকে সতর্ক করে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থানের জন্যও মাইকিং করেন ওসি বিপ্লব কুমার সাহা।
এ
দিকে খাদ্য সংকটের সময় খাদ্য সামগ্রী নিয়ে বাড়ী বাড়ী হাজির হওয়ায় মানবিক পুলিশের এমন উদ্যোগে আবেগ আপ্লুত হয়ে পড়া কর্মহীন পরিবারগুলো পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন।
Please follow and like us: