সাতক্ষীরায় এমপির পক্ষ থেকে রাতে বাড়ি বাড়ি নিম্নবিত্ত কর্মহীন পরিবারের ঘরে খাদ্যসামগ্রী
‘করোনা নিয়ে আতঙ্ক নয়, নিজ ঘরে অবস্থান করি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি, সচেতন হলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ অবস্থানকারী গৃহবন্দী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের মাঝে রাতে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রজোনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস রোধে জনসমাগম না করে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া নিন্মবিত্ত পরিবারের বাড়িতে এমপি রবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
এমপি রবির পক্ষ থেকে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে সেইসব পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেয়াজ ৫শ’ গ্রাম, রসুন ২শ’৫০ গ্রাম ও হাত ধোয়ার জন্য সাবান তার ব্যক্তিগত উদ্যোগে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে রাতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা অনুযায়ী এমপি রবির পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ অবস্থানকারী গৃহবন্দী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
Please follow and like us: