ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে
ভারতে হু হু করে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। চলতি সপ্তাহের শুরুতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যাটি ছিল হাজার। মাত্র চার দিনের ব্যাবধানে সংখ্যাটি দ্বিগুণেরও বেশি বেড়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরো ৩২৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে মোট ৭২ জনের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজামুদ্দিনের সমাবেশে উপস্থিত হওয়া এবং তাদের সংস্পর্শে আসা প্রায় নয় হাজার মানুষকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৩০৬ জন বিদেশিও রয়েছে ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগারওয়াল জানান, সমাবেশ থেকে ৪০০ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি। একই আশঙ্কা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, নিজামুদ্দিনের সমাবেশ থেকে উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে দু’জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। জমায়েতে থাকা সবারই কভিড-১৯ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
দিল্লির এক শীর্ষস্থানীয় সিআরপিএফ ডাক্তারও করোনায় সংক্রমিত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে এখনো জানা যায়নি।
সূত্র- আনন্দবাজার