করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া ওমর ফারুক জামে মসজিদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সরকারি বরাদ্ধকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধকৃত অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ২শ’ ৫০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, শেখ আব্দুর রাজ্জাক চঞ্চল, মিনহাজ, শাহাজান কবির সাজু, মিকাইল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।