সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনো পরিস্থিতি মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষকে ঘরে ফেরাতে ও বাড়িতে অবস্থানকারী অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের (পিপিএম বার) দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর পৌরসভার বিভিন্ন এলাকায় ৬৩টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করেন সাতক্ষীরা জেলা পলিশের পক্ষ থেকে সদর থানার অফিসার ইন-চার্জ মোঃ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, সাতক্ষীরা কমিউনিটি পুলিশের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কালাম বাবলা, পৌর মহিলা ১,২৩ নং ওয়ার্ড কাউনসিলর জোৎসনা আরা, সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় সদর থানা ওসি মোঃ আসাদুজ্জামান সাধারণ মানুষকে করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।