সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে শহরের শ্র্রমজীবী কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমাদের সাতক্ষীরা।
সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সহায়তায় কয়েকটি পরিবারে এ খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান বাবু, সদস্য ইব্রাহিম খলিল প্রমুখ। এসময় বলা হয়, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করবেন। খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে স্থানীয় জনপতিনিধি ও প্রশাসনকে অবহিত করবেন। আপনাদের নিজ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নিয়মাবলী মেনে চলবেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। খাদ্য সামগ্রী পেয়ে দহাকুলা গ্রামের ভ্যান চালক আব্দুস সোবহান বলেন, ‘সরকার এবং আপনারাসহ সমাজের ধনীরা যদি গরিব মানুষদের মাঝে খাবার পৌঁছে দেন তাহলে ঘরে থাকতে পারবো। সরকারি সাহায্যগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের মতো গরিব মানুষগুলো পায় তাহলে আমাদের চিন্তা থাকবে না।’