কলারোয়ায় করোনা মোকাবেলায় ওয়ার্কার্স পার্টির ৩শ’ পরিবারে পণ্য সামগ্রী বিতরণ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কলারোয়া উপজেলা শাখার পক্ষ থেকে করোনা মোকাবেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার ৩টি ইউনিয়নের ৩ শ’ পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করা হয়েছে।
কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে পণ্যসামগ্রীর এ প্যাকেট বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি। প্রতিটি প্যাকেট রয়েছে : সাবান, ব্লিচিং পাউডার, মাস্ক ও শিশু খাদ্য। দলীয় সূত্র জানায়, কলারোয়ার কুশোডাঙ্গা, হেলাতলা ও দেয়াড়া ইউনিয়নের জন্য এ ৩শ’ প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকালে সংসদ সদস্য বলেন, স্বল্প আয়ের জনগোষ্ঠীর সকলেই এই কার্যক্রমের আওতায় থাকবেন। আপনারা সকলেই ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজ পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখুন। করোনায় আতঙ্কিত না হয়ে পুরোপুরি সতর্ক থেকে সকল নির্দেশনা মেনে চলুন। এ সহায়তা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যক্ষ ময়নুল হাসান, মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মফিজুল হক জাহাঙ্গীর, উপজেলা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মাস্টার প্রদীপ পাল, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
Please follow and like us: