এ সংকটে বিত্তবানের উচিত অসহায়দের পাশে দাড়নো–জেলা পরিষদ চেয়ারম্যান
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম বলেছেন, সচেতনতায় পারে করোনা থেকে আমাদের রক্ষা করতে। এ ভাইরাসের বিস্তার রুখতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ গণজামায়েত বন্ধ করতে নির্দেশ দিয়েছে এবং একজন মানুষ থেকে অন্যজন ৩ ফুট দূরত্বে থাকতে হবে।
বুধবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিকুইড সাবান এবং জীবাণুনাশক স্প্রে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা ঘর থেকে বের হওয়া যাবে না। ঘরেই থাকতে হবে। কিছুক্ষন পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। জীবানু মুক্ত রাখতে হবে। ঘরে থাকতে হবে। এছাড়া সচেতনাতার সাথে কিছুদিন চলাফেরা করতে হবে। তবে সময়ে সংকটে পড়ে নি¤œবিত্ত মানুষ গুলো। তাদের পাশে আমাদের দাড়ানো উচিত। বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমার সামর্থ আছে দুজন ব্যক্তিকে সহযোগিতা করার। সেটি করতে পারলে অনন্ত দুইজন খেটে খাওয়া মানুষ উপকৃত হবে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সহযোগিতায় ও নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশি, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, ৫নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল মালেক, সদস্য সচিব ইছাক, ৬নং ওয়ার্ডের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব নাছিম প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করে হাইজিন উপকরণ বিতরণ করা হয়।