আশাশুনিতে নতুন করে বিদেশ থেকে আসা ব্যক্তিদের তালিকা

আশাশুনি প্রতিনিধি:

করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাঘাত সৃষ্টির সম্ভাবনা জিইয়ে রেখে বিদেশ থেকে দ্বিতীয় দফায় আরও ২০৮ ব্যক্তি আশাশুনিতে এসে পৌছেছেন। তাদেরকে হোম কোয়ারেনটিন নিশ্চিত করতে সকলকে সতর্কতার সাথে কাজ করা প্রয়োজন। ১ মার্চের পরে ১৭ মার্চ পর্যন্ত ১ম দফায় ৮৯৩ জন বিদেশ থেকে আশাশুনিতে এসেছিলেন। তাদেরকে হোম কোয়ারেনটাইনে রাখতে প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালান। এরই মধ্যে ১৮ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১১ দিনে আরও ২০৮ জন বিদেশ থেকে আশাশুনিতে ফিরেছেন। এর মধ্যে শোভনালী ইউনিয়নে ২২ জন, বুধহাটা-১৭ জন, কুল্যা-৬ জন, দরগাহপুর-৭ জন, বড়দল-৪৫ জন, আশাশুনি সদর ৩৭ জন, শ্রীউলা-১০ জন, খাজরা-৩১ জন, আনুলিয়া-০৭ জন, প্রতাপনগর-১১ জন ও কাদাকাটি ইউনিয়নে ১৫ জন ফিরে এসেছেন। ২য় দফায় আসা ২০৮ জনের মধ্যে ৫টি ইউনিয়নের ৯৭ জনের নামের তালিকা আজকে পত্রস্থ করা হলো। স্ব স্ব এলাকার বিদেশ ফেরতদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখতে সকলকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। কেউ অমান্য করলে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে দ্রুত অবহিত করতে হবে।

শোভনালী ইউনিয়ন ঃ সুভদ্রা রানী সরকার, পিতা/স্বামী- বুধো সরকার, হাজীপুর, হারাধন বাছাড়. পিতা জগৎ বাঝাড়, জদ্দা, অংশুমান বাছাড়, পিতা- দেবপ্রসাদ বাছাড়, বাঁকড়া, সুশমা রানী বাছাড়, পিতা/স্বামী গণেশ বাছাড়, বাঁকড়া, জুলেখা বিবি, পিতা/স্বামী- জিয়ারুল হক, বসুখালী, শ্যামা রানী, পিতা/স্বামী- শংকর পরামাণিক, কামালকাটি, মাসুদ হাসান রানা, পিতা আঃ মান্নান, পুটিমারী, আকলিমা খাতুন, পিতা/স্বামী আঃ মান্নান, পুটিমারী, লিপিকা রানী দাশ, পিতা/স্বামী হারান চন্দ্র দাশ, কামালকাটি, রফিকুল ইসলাম, পিতা আলি বক্স, বসুখালী, শফিকুজ্জামান, পিতা মোকারক, বসুখালী, মোহাম্মদ বাকী বিল্লাহ, সোবহান গাজী, কামালকাটি, টিকেন্দ্র মন্ডল, পিতা অভিলাশ মন্ডল, কমলাপুর, গবর্ধন বাছাড়, পিতা শিবপদ, বাঁকড়া, মালতি রানী, পিতা/স্বামী চাঁদনী মোড়ল, বাঁকড়া, প্রিয়াংকা মহলদার, পিতা/স্বামী পলাশ মহলদার, বাউচাষ, মায়ারানী মহলদার, পিতা/স্বামী প্রফুল্ল মিস্ত্রী, বাউচাষ, দেবশ্রী মহলদার, পিতা/স্বামী পলাশ মহলদার, বাউচাষ, কৃষ্ণপদ সরকার, পিতা অধীর চন্দ্র সরকার, শংকরমণি, গুরুপদ বাছাড়, পিতা সুধীর বাছাড়, বসুখালী, মোঃ হাসান, পিাতা আজিজ মোল্যা, বাউচাষ, রণজিৎ বিশ^াস, বৈকরঝুটি।

বুধহাটা ইউনিয়ন ঃ আসমা খাতুন, পিতা/স্বামী মনিরুল ইসলাম, নওয়াপাড়া, রিয়াছাত আলি, পিতা হাসানুল্লাহ, পাইথালী, ফালগুনী সরকার, পিতা/স্বামী তারক সরকার, রামদেবকাটি, কৃষ্ণারানী দে, পাইথালী, মহাদেব মালি, অখিল কৃষ্ণ মালী, গুরগুরি, কাজল চ্যাটার্জী, পিতা প্রকাশ, পাইথালী, লতিকা রানী দেবনাথ, বুধহাটা, মিনতি দেবনাথ, পিতা/স্বামী কানাইলাল দেবনাথ, বুধহাটা, দুর্গা শংকর দেবনাথ, পিতা ললিত কুমার, বুধহাটা, মনোরঞ্জন দেবনাথ, পিতা দুর্গা শংকর দেবনাথ, বুধহাটা, হাফিজুল ইসলাম, পিতা শাহাবুদ্দিন গাজী, নৈকাটি, তাপস কুমার গাইন, পিতা বলরাম গাইন, মাদরা, মাধবী বালা মন্ডল, পিতা/স্বামী গোবিন্দ লাল মন্ডল, বুরোরচক, গোবিন্দ কুমার মন্ডল, পিতা প্রদীপ মন্ডল, পাইথালী, মিতা দেবনাথ, পিতা/স্বামী নন্দ দেবনাথ, বুধহাটা, মমতাজ বেগম, পিতা/স্বামী নবাব আলি গাজী, চক বাউসুলী।
কুল্যা ইউনিয়ন ঃ প্রবোধ কুমার ঘোষ, পিতা দুলাল চন্দ্র ঘোষ, কচুয়া, গুরুদাশ সরকার, পিতা পঞ্চানন সরকার, কুল্লা, মর্জিনা খাতুন, পিতা/স্বামী মনিরুল ইসলাম, গোবিন্দপুর, মনিরুল ইসলাম, পিতা জামাল উদ্দিন সরদার, গোবিন্দপুর ও রািফকুল ইসলাম সরদার, পুরোহিতপুর।

দরগাহপুর ইউনিয়ন ঃ আহসান উল্লাহ, পিতা আবু বক্কর গাজী, খাসবাগান, অনীল কৃষ্ণ সরক্রা, পিতা শিবপদ সরকার, হোসেনপুর, তপন কুমার সরকার, পিতা অর্জুন কুমার সরকার, হোসেনপুর, এসকে শাহজাদা আফরোজ, পিতা এসকে মুশফিকুর রহমান, দরগাহপুর, মল্লিকা চক্রবর্তী, পিতা/স্বামী কালিপদ চক্রবর্তী, হোসেনপুর, ইমদাদুল হক, পিতা কেসমত আলি মোড়ল, খাসবাগান পশ্চিম পাড়া।

বড়দল ইউনিয়ন ঃ সুুলেখ্ ারানী মন্ডল, পিতা/স্বামী কিরন চন্দ্র মন্ডল, ফকরাবাদ. তৃষ্ণা রানী সরকার, পিতা/স্বামী নিমাই সরকার, ফকরাবাদ, অজয় কুমার বিশ^াস, পিতা কানারাম বিশ^াস, হেতাইলবুনিয়া, কপিল চন্দ্র মন্ডল, পিতা অশ^নী কুমার, নড়েরাবাদ, গোবিন্দ বুমার সানা, পিতা দ্বীনবন্ধু, জামালনগর, ভঞ্জন কুমার মন্ডল, পিতা ভুধর চন্দ্র, বড়দল মধ্যম, সুপ্রিয়া বিশ^াস, পিতা/স্বামী দিলিপ কুমার বিশ^াস, হেতাইলবুনিয়া, অমিত কুমার ঢালী, পিাতা পরিতোষ ঢালী, জেলপাতুয়া, অনিমেষ মন্ডল, পিতা পুলিন বিহারী মন্ডল, গেতাইলবুনিয়া, কমল কুমার দেবনাথ, বুড়িয়া, মনোজ সরকার, পিতা অরুন চন্দ সরকার, জেলপাতুয়া, পতিরাম মন্ডল, পিতা অভিমান্য মন্ডল, নরেরাবাদ, রচনা মন্ডল, পিতা/স্বামী উপেন্দ্র নাথ মন্ডল, শংকর কুমার মন্ডল, পিতা ধনঞ্জয় মন্ডল, হেতাইলবুনিয়া, অরুন চন্দ্র সরকার, পিতা সন্যাসী, জেলপাতুয়া, স্বপ্না মন্ডল, পিতা/স্বামী উপেন্দ্র নাথ মন্ডল, বাইনতলা, তুষার কান্তি মন্ডল, পিতা সুনিল মন্ডল, বড়দল দঃ, সুশিলা গাইন, পিতা/স্বামী সুভাষ, হেতাইলবুনিয়া, তারক চন্দ্র সানা, পিতা জশোমন্ত সানা, বামনডাঙ্গা, বাবুরাম গাইন, পিতা কালিপদ গাইন, মাদিয়া, অভিজিৎ কুমার মন্ডল, পিতা চিত্তরঞ্জন মন্ডল, বামনডাঙ্গা, অরবিন্দ কুমার মন্ডল, পিতা হারাধন মন্ডল, ফকরাবাদ, গুরু মন্ডল, বড়দল মধ্যম, জয়ন্তী রানী মন্ডল, পিতা/স্বামী বিকাশ চন্দ্র মন্ডল, গোয়ালডাঙ্গা, ভবেন্দ্র নাথ গাইন, পিতা প্রফুল্ল গাইন, হেতাইলবুনিয়া, মোশাররফ মোল্যা, বাইনতলা, শাইন মোল্যা, পিতা মান্নান মোল্যা, বাইনতলা, আইউব আলি মোল্যা, পিতা আঃ মজিদ মোল্যা, বাইনতলা, মাহবুবর রহমান, পিতা আঃ লতিফ মোল্লা, তুয়ারডাঙ্গা, নিয়তি রানী গাইন, পিতা/স্বামী বাসুদেব গাইন, হেতাইলবুনিয়া, রসমনি মন্ডল, পিতা আশুতোষ মন্ডল, নরেরাবাদ, খগেন্দ্র নাথ মন্ডল, পিতা ফনিন্দ্র নাথ, বড়দল, মনোয়ারা বেগম, পিতা/স্বামী আঃ গফুর গাজী, বড়দল মধ্যম, আনন্দ সরকার, পিতা কার্তিক সরকার, বুড়িয়া, গৌতম কুমার ঢালী, পিতা মনোতোষ ঢালী, জেলপাতুয়া, বিনয় কৃষ্ণ হালদার, পিত্ াদৈব চন্দ্র হালদার, হেতাইলবুনিয়া, মনিষা রায়, পিতা/স্বামী পিন্টু লাল রায়, বুড়িয়া, বিশ^জিৎ গাইন, পিতা নিরাপদ গাইন, হেতাইলবুনিয়া, মিনতি বিশ^াস, পিতা/স্বামী মনোরঞ্জন ঢালী, হেতাইলবুনিয়া, অরুন কুমার বিশ^াস, পিতা মনিন্দ্র নাথ বিশ^াস, হেতাইলবুনিয়া, আনারুল মোল্যা, পিাতা রহমান মোল্যা, বাইনতলা, চঞ্চলা রানী সরকার, পিতা/স্বামী রবীন্দ্র নাথ সরকার, বামনডাঙ্গা। (চলবে)

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)