অসহায়দের সহযোগিতার হাত বাড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
মরণঘাতী করোনভাইরাসে থেমে আছে দেশ। অসহায় হয়ে পড়েছে দেশের শ্রমজীবী মানুষরা। তাদের জন্য প্রাণ কাঁদছে তারকা ও বিত্তবানদের। যে যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়ানোর। এ সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।
গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার নিজ বাসভবনে করোনার কারণে বিপর্যস্ত অসহায় মানুষকে সহযোগিতার কার্যক্রম চলে।
গাজীপুরের হাজার হাজার শ্রমজীবী মানুষের ঘরে ঘরে স্বেচ্ছাসেবকরা নিজ দায়িত্বে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র পৌছে দিবে। থাকছে চাল ডাল আলু তৈল সাবান মাস্ক হ্যান্ড স্যানিটাইজার।
গতকাল প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফাইড পেইজে এক স্ট্যাটাসে বলেন, ‘আমার এলাকার প্রতিটি ওয়ার্ডের দিন মুজুর, খেটে খাওয়া মানুষজন সহ অসহায় মানুষের পাশে যতটুক সম্ভব দাঁড়ানোর চেষ্টা করছি। দুইদিনে কয়েক হাজার প্যাকেট তৈরী হয়েছে আরও কয়েক হাজার প্যাকেট তৈরীর জন্য আজ(রোববার) সন্ধ্যায় তিন শতাধিক বস্তা চাল, ডাল, আলু, সাবান সহ অন্যান্য সামগ্রী আনা হয়েছে।
এই চেষ্টা অব্যাহত থাকবে’।
বৈশ্বিক এই বিপর্যয় রোধে সবাইকে যার যার অবস্থান হতে এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী।