সৌদিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী জিজান ও দেশটির রাজধানী রিয়াদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়েছে। তবে এগুলোকে ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারি গণমাধ্যমগুলো।
সৌদির টেলিভিশন আল-আরাবিয়া জানায়, রিয়াদ এবং জিজানের আকাশে দু’টি রকেটকে প্রতিহত করতে সক্ষম হয়েছে দেশটি।
সৌদি সরকার পরিচালিত আল-আখবারিয়া টেলিভিশন জানিয়েছে, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র তথ্যমতে, রিয়াদে তিনটি বিস্ফোরণ শোনা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় জিজানের বাসিন্দারাও একাধিক বিস্ফোরণ এবং সাইরেন বাজানোর শব্দ শোনার কথা জানিয়েছেন।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী রিয়াদে চালানো এ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী মাঝেমধ্যেই সৌদি আরবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গত পাঁচ বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসী হামলার প্রতিশোধ নিতে এ সব হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ।
সূত্র- পার্সটুডে