নিউইয়র্কে করোনায় মোট ৯ বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৭ মার্চ শুক্রবার কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গত ৫ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, একেএম মনির উদ্দিন নামে ৬৩ বছরের ওই ব্যক্তি পেশায় ক্যাব চালক ছিলেন। তিনি একই সঙ্গে নিউইয়র্কের একটি মসজিদে স্বেচ্ছায় মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭০১ জন। শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৫১৯ জন।
Please follow and like us: