খুলনায় করোনা ভাইরাসের বিষয়ে জরুরি বৈঠক ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে
আজ করোনাভাইরাস এর জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (আড়াইশো বেড হাসপাতাল) আগের মতো সকল রোগের চিকিৎসার জন্য উন্মুক্ত থাকবে।
তবে এখানে ‘স্বতন্ত্র ফ্লু কর্ণার’ থাকবে যেখানে প্রাথমিকভাবে করোনাআক্রান্ত সন্দেহভাজনদের তথ্যগ্রহণ ও চিকিৎসাসেবা দেয়া হবে। যদি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কারো মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, তবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য হোটেল এম্ব্যাসেডর ও হোটেল ডিএস প্যালেসে অবজারভেশনে রাখা হবে।
সেখান থেকে প্রয়োজন অনুযায়ী কারো টেস্টের প্রয়োজন হলে এবং টেস্টের রিপোর্ট পজিটিভ আসলে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের জন্য খুলনা ডায়াবেটিক হাসপাতালে পাঠানো হবে।
ইতোমধ্যে খুলনা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে এবং করোনার জন্য বিশেষভাবে হাসপাতাল টি প্রস্তুত করা হচ্ছে।
Please follow and like us: