কেশবপুরে হাইসাওয়া এসডিসি প্রকল্পের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ৩ হাজার পরিবারের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ
যশোর জেলার কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে হাইসাওয়া এসডিসি প্রকল্পের উদ্যোগে এবং সুইজারল্যান্ড ও ডেনমার্ক দূতাবাসের সহায়তায় সাগরদাঁড়ী, পাঁজিয়া, বিদ্যানন্দকাটি ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের মাধ্যমে হতদরিদ্র এবং কমিউনিটি ভলান্টিয়ার ৩ হাজার পরিবারের মাঝে মাস্ক, সাবান, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট হাইসাওয়া এসডিসি প্রকল্পের পক্ষ থেকে নমুনা স্বরূপ ৩শত পিচ সাবান, ৩শত পিচ মাস্ক ও লিফলেট তুলে দেন সিও নুসরাত জাহান লাভলী এবং সিও সম্পা দাস।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে অভয়নগর উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধে হাইসাওয়া এসডিসি প্রকল্পের উদ্যোগে এবং সুইজারল্যান্ড ও ডেনমার্ক দূতাবাসের সহায়তায় পায়রা, সিদ্ধিপাশা, সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়ন পরিষদের মাধ্যমে হতদরিদ্র এবং কমিউনিটি ভলান্টিয়ার ৩ হাজার পরিবারের মাঝে মাস্ক, সাবান, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য খুলনা বিভাগে করোনা ভাইরাস প্রতিরোধে হাইসাওয়া এসডিসি প্রকল্পের উদ্যোগে এবং সুইজারল্যান্ড ও ডেনমার্ক দূতাবাসের সহায়তায় ৩০ হাজার পিচ সাবান ও মাস্ক, ৫৫ হাজার লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।