করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বুড়িগোয়ালিনী নৌপুলিশ
করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে উপকূলীয় অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বুড়িগোয়ালিনী নৌ থানা। পাশাপাশি জীবাণুনাশক স্প্রে, বহিরাগতদের আসা ঠেকাতে সচেতন মূলক লিফলেট বিতরণ করছেন। নীলডুমুর, কলবাড়ি, মুন্সিগঞ্জ বাজারসহ জনসমাগম এড়াতে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত রেখেছে। শনিবার সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কর্তৃক নদীর চরে পুকুর খননে ৮০ জন শ্রমিক কাজ করলে নৌ-পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় কাজটি বন্ধ করে দিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন শ্রমিকদের।
এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে বুড়িগোয়ালিনী নৌ থানার দায়িত্বে থাকা এ এস আই আব্দুল গফুর বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবাইকে বাড়িতে নিরাপদ থাকার কথা বলেছেন।আপনারা আইনের তোয়াক্কা না করে একত্রে এতগুলো লোক কাজ করছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ।তিনি কাজের স্থানে থেকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন,পরবর্তী বিধিমালা না আসা পর্যন্ত জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। নৌ পুলিশের নিয়মিত টহল হিসেবে কলবাড়ি ও মুন্সিগঞ্জ বাজার গণসচেতনতামূলক কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
Please follow and like us: