রেডিও নলতায় নারীর জন্য গণমাধ্যম বিষয়ক বিশেষ টকশো অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন রেডিও নলতা ৯৯.২ এফ এম এর সৌজন্যে রেডিও নলতার স্টুডিওতে ২৬ মার্চ বৃহস্পিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কমিউনিটি গণমাধ্যমে নারীর অন্তর্ভুক্তি অবস্থা ও অবস্থানে সমতা নিশ্চিতকরণ বিষয়ক বিশেষ টকশো “নারীর জন্য গণমাধ্যম” অনুষ্ঠান।
বিএনএনআরসি’র সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান (মহসিন), স্কুল শিক্ষিকা ও প্রেরণা নারী সংগঠনের পরিচালক শম্পা গোস্বামী এবং উপজেলার তরুণ নারী সাংবাদিক আশা মনি।
অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনায় স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার। সঞ্চালনায় ছিলেন মামুন হোসাইন ও কারিগরি সহযোগিতায় ছিলেন সাব্বির হোসাইন। এছাড়া অন্যান্য সহযোগিতায় ছিলেন হিসাবরক্ষক আক্তারুজ্জামান পল্টু, রবিউল ইসলাম প্রমূখ।
Please follow and like us: