মোজাম্বিকে এক ট্রাকে মিললো ৬৪ জনের মরদেহ
মোজাম্বিকের উত্তর-পশ্চিমের টেটে অঞ্চলে এক কার্গো কন্টেইনারে ৬৪ জনের মরদেহ পাওয়া গেছে। এরা সবাই অভিবাসী বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন।
দেশটির কর্মকর্তারা জানান, মালাওয়ি থেকে একটি ট্রাকে করে ওই অবৈধ অভিবাসীদের ইথিওপিয়ান এবং দক্ষিণ আফ্রিকার অভিমুখে যাওয়া হচ্ছিল। তবে টেটের মাসাকানা ব্রিজে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে তল্লাশি করা হয়। পরে ট্রাকের ভিতরে এক কার্গো কন্টেইনার থেকে ৬৪ অভিবাসীদের মৃত অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার রাতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, ওই ট্রাকে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র হাসপাতাল কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে অভিবাসীরা শ্বাসরোধে মারা গেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ওই ট্রাকের চালক ও সহকারীকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই মোজাম্বিকের নাগরিক।
উল্লেখ্য, জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দক্ষিণ আফ্রিকায় ৪০ লাখেরও বেশি অভিবাসী এবং প্রায় ৩ লাখেরও বেশি শরণার্থী রয়েছে।