তিন অধিনায়ককে মাশরাফীর ধন্যবাদ
মরণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে সারাবিশ্বে। তাই এ ভাইরাস মোকাবিলা করতে যে যার জায়গা থেক হাত বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করে দিয়েছেন। বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ১৭ জনের সঙ্গে আরও ১০ জাতীয় ক্রিকেটারও আছেন সেই দলে। এই মহৎ কাজের জন্য তিন ফরম্যাটের তিন অধিনায়ককে ধন্যবাদ জানালেন বাংলাদেশ ওয়ানডে দলের বিদায়ী অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
করোনাভাইরাস মোকাবিলায় ২৭ ক্রিকেটার মিলে ৩০ লাখ ১৫ হাজার টাকা ফান্ডে দান করেছেন। ২০২০ সালের বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফী। তবে সেই তালিকায় আছেন মাশরাফী বিন মোর্ত্তজাও। এমনকি অধিনায়কত্ব ছাড়ার আগেই বোর্ডে চিঠি দিয়ে নিজেকে চুক্তির বাইরে রাখতে বলেছেন মাশরাফী।
নড়াইল এক্সপ্রেস দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। নিজে অর্থ দিলেও কোথাও তা প্রকাশ করেননি জাতীয় দলের এ সফলতম অধিনায়ক।
উল্টো টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে এ মহৎ উদ্যোগ নেয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডিতে ছোট ভাইদের ধন্যবাদ জানিয়ে মাশরাফী লিখেছেন, ‘অনেক ভালো কাজ, দেশের তিন অধিনায়ক। মুমিনুল- টেস্ট, তামিম- ওয়ানডে, রিয়াদ- টি-টোয়েন্টি।’
মাশরাফী আরো লিখেছেন, ‘ওয়েলডান বাংলাদেশ ক্রিকেট টিম। লাভ ইউ বয়েজ, দ্য গ্রেট সার্ভার্স।’
এ উদ্যোগের পেছনে সবার আগে ভাবনাটা ছিল তামিমের। তাই তামিম ইকবালকে আলাদা করে ধন্যবাদ জানিয়ে মাশরাফী লিখেছেন, ‘স্পেশাল থ্যাঙ্কস টু খান (তামিম ইকবাল খান) সাহেব।’
এছাড়া মাশরাফী তার স্ট্যাটাসে কে কত টাকা বেতন পান আর কত কত দান করেছেন তার তালিকাও দিয়ে দিয়েছেন।
২৭ জনের তালিকায় আছেন :
মাশরাফী বিন মোর্ত্তজা ,তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, লিটন দাস, মহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সাইফউদ্দীন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আলআমিন হোসেন, মেহেদি হাসান, হাসান মাহমুদ, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও নাসুম আহমেদ।