আশাশুনি হাসপাতালে ১২ সেট পিপিই হস্তান্তর
করোনা ভাইরাস রোধে চিকিৎসকদের চিকিৎসা সেবা কাজে ব্যবহারের জন্য আশাশুনি হাসপাতালে পিপিই সেট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার পিপিই গ্রহণ ও হস্তান্তর করেন। বিশব্যাপী ঘাতক করোনা ভাইরাসের আগ্রাসনে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত থাকা চিকিৎসকদের নিরাপত্তার জন্য পিপিই এর সংকট দেশব্যাপী ছিল।
এনিয়ে চিকিৎসকদের মধ্যে শংকাবিরাজ করছিল। ইতিমধ্যে দেশেই পিপিই সেট তৈরী কাজ সফলতার সাথে এগিয়ে চলেছে। উপজেলা প্রাণি সম্পদ অফিস তাদের ব্যবহারের জন্য স্টকে থাকা পিপিই সেট এর মধ্য হতে ১২ সেট পিপিই উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এ পিপিই সেট হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা পিপিই সেট প্রাপ্তির পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেছেন।