অধিক মুনাফা করায় মাছ ব্যবসায়ী শামছুরকে ৫ হাজার টাকা জরিমানা
যশোরের কেশবপুরে ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা করায় মাছ ব্যাবসায়ী শামছুর রহমানের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, কেশবপুর শহরের মাছ ব্যাবসায়ী ভোগতি গ্রামের মৃত আকছেদ আলী বিশ্বাসের পূত্র শামছুর রহমান ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বৃহস্পতিবার সকালে শহরের মাছ বাজারে উপস্থিত হয়ে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘন করায় এবং শামছুর রহমানের স্বীকারুক্তির ভিত্তিতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। শামছুর রহমান এসময় উক্ত জরিমানার টাকা নগদ পরিশোধ করেন।
Please follow and like us: