বড়দলে মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে জরিমানা
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা পুলিশ সদস্যদের সাথে নিয়ে ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার, বড়দল বাজারসহ বিভিন্ন দোকানে কোর্ট পরিচালনা করেন। এসময় গোয়ালডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী আবুল হোসেনের দোকানে সিগারেটের প্রচারপত্র লাগানো থাকার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপর ব্যবসায়ী সুভাস চন্দ্র দে’র মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করায় ১০০০ টাকা জরিমানা করা হয়। পরে বড়দল বাজারে এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন বাজারে করোনা ভাইরাস সতর্কতা বিষয়ে প্রচার পত্র প্রচার, বিধিনিষেধ মানা হচ্ছে কিনা এবং ক্রেতাসাধারণ নিরাপদ অবস্থান ও বিনা কারনে কেই বাইরে বের হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এসময় বড়দল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মোল্যা উপস্থিত ছিলেন। পরে ইউএনও মহোদয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোর্ট পরিচালনা করেন।