তালায় সাধারণ জনগণের উপর লাঠিচার্জ: দোকান বন্ধের নির্দেশ (ভিডিও)
বর্তমানে বিশ্বের সর্বত্র এক ভয়ঙ্কর আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতোমধ্যে প্রাণঘাতী যে ভাইরাসটির আক্রমণে বিশ্বের প্রায় ১৬ হাজারেরও অধিক লোকের প্রাণহানী ঘটেছে। বহুদেশ এরই মধ্যে কোনও নির্দিষ্ট এলাকা কিংবা গোটা দেশই লকডাউন, আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন, সেলফ হাউজ কোয়ারেন্টাইন, হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে আইসোলেশনে রাখার পরও, প্রায় প্রতিদিনই, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা, কিংবা আক্রান্ত হয়ে অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ার সংখ্যা ভয় জাগানিয়াভাবে বেড়েই চলেছে। বর্তমানে এর কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ার কারণে, করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের সকল দেশ প্রাথমিক সতর্কতা অবলম্বন করে
https://www.facebook.com/1097067257079185/videos/572602120020177/?eid=ARBagTGXqy3vACKwJAAKGE7pEzL6UwmKW4f3QMkSKvTbZ6GsADcwRMMRvzTN0Ew-LgfAkCW3K_KxDSq8
বাজার ও জনসমাগমস্থানে জীবানুনাশক (ব্লিচিং পাউডার পানিতে গুলিয়ে হ্যান্ড স্প্রে দিয়ে )স্প্রে করতে বলেন জনসাধারণ কে আজ বুধবার সকাল থেকে।
তালা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেনতালা,মহানদী, হাজরাকাটি,খেজুরবুনি, শেখেহাট,জাতপুর বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন।এ সময় পুলিশ ও আনসার বাহিনী অংশ গ্রহণ করেন তবে কাউকে জরিমানা করা হয় নাই তবে সাধারণ জনগণের উপর লাঠিচার্জ করা হয় যাতে লোক জন দ্রুত স্থান ত্যাগ করেন এবং সবাইকে নির্দেশ দেওয়া দোকান বন্ধ করার জন্য তবে মুদির দোকান ও ঔষধের দোকান গুলো খোলা থাকতে বলেন এবং যানবাহনে চারজন একসঙ্গে না থাকে ফাঁকা ফাঁকা হয়ে যানবাহনে চলাচল করার জন্য নির্দেশ দেন