ভোমরায় মাস্ক ও হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন
করোনা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আগত গাড়ী চালক ও হেলপারসহ স্থানীয়দের মধ্যে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়া কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে ভোমরা বন্দরে ১নং গেটে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এবিষয়ে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, বন্দরে ভারত থেকে আগত ট্রাকে অনেক শ্রমিক থাকে। এছাড়া বন্দরে বাংলাদেশেও অনেক চালক, শ্রমিক থাকে তারা যাতে মহামারি করোনা ভাইরাসের প্রভাবমুক্ত থাকে, সেখানে বন্দরে মাস্ক ও হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়া কার্যক্রমের কর্মসূচি চালু করেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে। ভারত থেকে কোন গাড়ী বন্দরে প্রবেশ করলে তাদের মাস্ক ও হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।