ঝাউডাঙ্গা কলেজের উদ্যোগে মাস্ক বিতরণ
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের উদ্যোগে ঝাউডাঙ্গা বাজারে করোনা ভাইরাস প্রতিরোধক ও সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় সদরের ঝাউডাঙ্গা বাজারে মটর ভ্যান, ইজি বাইক, ভ্যান, ট্রলী চালকদের মাঝে এই মাস্ক দেওয়া হয়।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, অাশরাফুজ্জামান বাবলু, প্রভাষক অহিদুর ইসলাম, শরীর চর্চা শিক্ষক শাহজান সিরাজ, প্রভাষক রাশেদ রেজা তরুণ, ডাঃ মোশারফ হোসেন, মেহেদী নেওয়াজ সোহাগ, আমজাদ হোসেন মিঠু, আব্দুল গণি প্রমুখ।
এসময় অধ্যক্ষ খলিলুর রহমান বলেন করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ প্রদান করেন। সার্বক্ষণিক সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ও মুখ পরিস্কার রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
Please follow and like us: