কলারোয়ায় আওয়ামী লীগের উদ্যোগে ’করোনা ভাইরাস’ সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ’করোনা ভাইরাস’ সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে কলারোয়া পৌর বাজারের বিভিন্ন স্থানে ওই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ হেলাল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহীন, আওয়ামী লীগ নেতা কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, শহিদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলা, সাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us: