করোনায় একদিনে ইতালিতে ৭৯৩ মৃত্যুর রেকর্ড
করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭৯৩ জন মারা গেছেন। নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার পাঁচশ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার পাঁচশ ৮৭ জনে। -খবর রয়টার্সের।
দেশটিতে আক্রান্তদের মধ্যে মোট ছয় হাজার ৭২ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আর এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে মোট দুই হাজার ৮৫৭ জন।
করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তবু যেন মৃত্যু থামছে না। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
এদিকে, করোনা সমস্যা নিরসনে দেশের জনগণের আর্থিক সমস্যা মেটাতে এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।
দেশটিতে গত বৃহস্পতিবার এক দিনে ৫ চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা যান দেশটিতে।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৮৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৩ জনের। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখের কাছাকাছি মানুষ।