সাতক্ষীরায় বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা
নিত্যপণ্যের দাম বাড়ানো রোধে সাতক্ষীরা জেলা ব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। দুপুরে সাতক্ষীরা বড়বাজারে সাতক্ষীরা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মেসার্স রনি ভান্ডারকে ভূয়া ভাউচার বানিয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাচামাল ব্যবসায়ী ইশার আলীকে বেশি দামে কাচা পণ্য বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাটকেলঘাটা ও ত্রিশমাইলে অনুরুপ অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পুরো জেলায় এ অভিযান চলছে বলে জেলা প্রশাসনসূত্রে জানা গেছে।
Please follow and like us: