দেবহাটায় আলফা’র উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দেবহাটার সখিপুর, পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা মুলোক লিফলেট ও কয়েক হাজার মাস্ক বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। শুক্রবার সকাল থেকে উপজেলার গাজীরহাট বাজার, পারুলিয়া বাসস্ট্যান্ড, সখিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাস্ক ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে দেবহাটার প্রত্যেকটি ইউনিয়ন ও সদরের ভোমরা ইউনিয়নসহ জনসমাগম স্থানে লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান জেলা পরিষদ সদস্য আলফা।
Please follow and like us: