সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ
সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জাতীয় মহিলা সংস্থার সদস্য শিমুন শামস্, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।
সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং পথসভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার আহবান জানান। পাঁচ ওয়াক্ত নামাজ অন্তে মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করতে ইমামদের প্রতি আহবান জানান। সেই সাথে যারা বাহিরের দেশ থেকে এসেছে তাদেরকে নিজ বাড়িতে থেকে বাহিরের মানুষের সাথে মেলামেশা থেকে বিরত থাকার আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য শস্য মজুদ আছে। কোন কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করছে। ঐসব মুনাফা লোভীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
পথসভা শেষে নেতৃবৃন্দ পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচতেনতামূলক লিফলেট বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।