আশাশুনির বিভিন্ন গ্রাম ও বাজারে মোবাইল কোর্ট
নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং করোনা ভাইরাস রোধে আশাশুনি উপজেলার বিভিন্ন গ্রামে বিদেশ থেকে দেশে ফেরৎ ব্যক্তিদের বাড়িতে ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা আদালত পরিচালনা করেন। এসময় ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি রোধ কল্পে, আশাশুনি সদর বাজারে এছামাইলের মুদিদোকানে দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়।
সকল ব্যবসায়ীকে মূল্য নিয়ন্ত্রনে রাখতে সক্রীয় ভূমিকা পালনের জন্য সতর্ক করে দেওয়া হয়। পরে করোনা ভাইরাস রোধ কল্পে উপজেলার বিভিন্ন গ্রামে বিদেশ থেকে ফিরে আসা ব্যক্তিদের সরকারি নির্দেশনা মোতাবেক হোম কোয়ারেইন্টাইন থাকতে পরামর্শ প্রদান করা হয়। এজন্য শোভনালী ইউনিয়নের বাটরা, বালিয়াপুর ও শোভনালী গ্রামে আদালত পরিচালনা করা হয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদেরকে কঠোর ভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। বিদেশ থেকে আগত কোন ব্যক্তি সরকারি নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।