যুক্তরাষ্ট্রের পর এবার করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে চীন
প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালাতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে করোনার প্রতিষেধকের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। এ ব্যাপারে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে দেশটির গবেষকেরা।
ভ্যাকসিনটি তৈরি করেছে দেশটির একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সের গবেষকেরা। এবার পরীক্ষা করে দেখা হবে এর কার্যকারীতা।
এর আগে সোমবার সিয়াটলে ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে কভিড-১৯ ভাইরাসের একটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। ৫৫ জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ঝুঁকিমুক্তভাবে এই পরীক্ষা চালানো হয়।
এদিকে গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮০ হাজার।
মৃত ও আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। গত ডিসেম্বরের শেষে অঞ্চলটি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এটির কোনো প্রতিষেধক বের করতে পারেনি গবেষকেরা।
সূত্র: গাল্ফ নিউজ