দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
করোনাভাইরাসের কারনে সুপ্রিমকোর্ট সহ দেশের সকল আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৮ই মার্চ) সকালে এই রিট আবেদন করা হয়।
বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। একইসঙ্গে, আদালতের আগামী দিনের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে এনে এখনই কার্যকর করতে আর্জি জানানো হয়েছে রিটে।
আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।
Please follow and like us: