প্রথম ম্যাচে রান নেই তামিম-আশরাফুলের ব্যাটে
এবারের ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা ছিলো ভূতুড়ে। রোববার লিগের উদ্বোধনী দিনে শূন্য রানে আউট হয়েছিলেন জাতীয় দলের দুই ওপেনার লিটন দাস এবং নাঈম শেখ। রান পাননি নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুবরাও। তবে সেঞ্চুরি এসেছিল মুশফিকুর রহীম, তাইবুর পারভেজের ব্যাট থেকে। ফিফটি করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, আনিসুল ইসলাম ইমনরা।
সবমিলিয়ে বেশ মিশ্রভাবেই কেটেছে এবারের লিগের প্রথম দিন। আজ (সোমবার) দ্বিতীয় দিনও যেনো সেই একই চিত্র। প্রথম দিনের মতো আজ খালি হাতে ফিরেছেন জাতীয় দলের একসময়কার নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়। এছাড়া রানের দেখা পাননি তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরে যান এনামুল বিজয়। হাসান মাহমুদের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন এনামুল। অপরপ্রান্তে সুবিধা করতে পারছিলেন না তামিম ইকবাল। ইনিংসের শুরু থেকেই খোলসবন্দী ব্যাটিং করতে থাকেন তিনি।
তামিমের সংগ্রামী ইনিংসের সমাপ্তি ঘটে ১৫তম ওভারে। দলীয় ৪৬ রানে আউট হওয়ার আগে ৪৭ বল খেলে মাত্র ১৯ রান করতে সক্ষম হন এ বাঁহাতি ওপেনার। পরে রান পাননি রকিবুল হাসানও, ফিরেছেন ৬ বলে ৫ রান করে।
সাভারের বিকেএসপিতে হাসেনি মোহাম্মদ আশরাফুলের ব্যাট। তুলনামূলক দুর্বল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে নতুন ক্লাব শেখ জামাল ধানমন্ডি লিমিটেডের হয়ে এবারের আসরের প্রথম ম্যাচে ১৪ বলে মাত্র ৩ রান করতে পেরেছেন আশরাফুল। আউট হয়েছে ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ২১.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১৫ রান। সেঞ্চুরির আশা জাগিয়ে সৈকত আলি আউট হয়েছেন ৮৩ রান করে। মাত্র ৭৯ বলে ১০ চার ও ২ ছয়ের মারে এ রান করেছেন তিনি। সোহরাওয়ার্দি শুভ অপরাজিত রয়েছেন ২৫ রানে, নাসির হোসেন খেলছেন ২ রান নিয়ে।
দিনের তৃতীয় ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে মোহামেডানের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। অভিষেক মিত্র ২৯ ও ইরফান শুক্কুর আউট হয়েছেন ৪৬ রান করে। আব্দুল মজিদ ৩৬ ও শামসুর রহমান শুভ ৩ রানে ব্যাট করছেন।