ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম প্রতিনিধিদের ২দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ
১৫ -১৬ মার্চ ২০২০ লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ ২ দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিডার্সের বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালী করণ কার্যক্রম” এর আওতায় সংগঠিত ৪ টি ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরামের ২৫ জন প্রতিনিধি উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন শ্যামনগর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। আজ ১৬ মার্চ ২০২০ রোজ সোমবার বিকাল ৪.৩০ মিনিটে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের প্রোগাম ম্যানেজার সুলতানুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা জনাব অরুণ কুমার রায়।
প্রশিক্ষণে সহায়ক হিসাবে সেশন পরিচালনা করেন লিডার্সের প্রোগাম অফিসার সুলতানুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী রণজিৎ কুমার মন্ডল ও নলেজ ম্যানেজমেন্ট ম্যানেজার মিলি মন্ডল। প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী ছিলেন পরিতোষ কুমার বৈদ্য।