আবাদ চন্ডিপুরে মুরগীর ফার্মের দূর্গন্ধে মহামারির আশংকা
শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর মুরগির ফার্ম গড়ে ওঠার কারণে মহামারীর আশাংকায় পথচারী ও এলাকাবাসী। বর্তমান সারা বিশ্বে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত। ঠিক সেই মুহূর্তেই কিছু অসাধু মুরগি ফার্ম মালিকরা পরিবেশের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে যেখানে সেখানে মুরগির ফার্ম গড়ে তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার দুর্গন্ধে ভুগতে হচ্ছে এলাকার মানুষ ও পথচারীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যারেজ টু নওয়াবীকে রোডের আবাদচন্ডিপুর খোসালখালি গ্রামের ঢালিবাড়ি চৌরাস্তার পাশে মাসুদ জামাল তার অবৈধ মুরগির ফার্ম গড়ে তুলেছে। এলাকাবাসীর মধ্যে গোলাম রহমান গাজী বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা দুর্গন্ধে ভুগছি। ফার্মের মালিককে বার বার বলেও কোন প্রতিকার পায়নি। সারাবিশ্বে করোনা ভাইরাসের কারণে তা থেকে আতঙ্কে বসবাস করতে হচ্ছে আমাদের। এছাড়া আমাদের ছেলেমেয়েরা উক্ত পোল্ট্রি ফার্মের পাশের রাস্তাদিয়ে যাতায়াত করার ফলে যেকোন মুহুর্ত্বে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
এমন নানাবিধ সমস্যার মধ্যে ছেলেমেদের নিয়ে বসবাস করতে হচ্ছে। আরেক পথচারী আবুল হাসান বলেন, প্রতিনিয়ত আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হয়। এত পরিমান দুর্গন্ধ যেকোনো মুহূর্তে রোগে আক্রান্ত হতে পারি। এলাকাবাসীর মধ্যে সালেহা ও আব্দুল সাত্তার বলেন, মুরগির দুর্গন্ধের কারণে এলাকায় বসবাস করা খুবই দুরূহ হয়ে পড়েছে। ছেলেমেয়ে নিয়ে কষ্টেই জীবন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে ফার্মের ম্যানেজারের সাথে কথা হলে তিনি বলেন, আমরা প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরও দুর্গন্ধ ছড়ায় আমরা কি করব। এ বিষয়ে শ্যামনগর সেনেটারী ইন্সপেক্টর বিকাশ বাবুর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, সোমবার ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
Please follow and like us: