পাটকেলঘাটায় ফেলে যাওয়া নবজাতক শিশু কন্যা উদ্ধার
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। একটু সনুভূতি মানুষের কাছে আশা করে মানুষ । কিন্তু মানুষে মানবিক উপাদান গুলো নাথাকলে তাহলে মানবতা ভূলুণ্ঠিত হয়। মানুষ হয়ে যদি অসুরের মতো আচরণ করে, তাহলে প্রশ্ন যাগে মানবতা আজ কোথায় ? সমাজের মানুষের বিবেক, মনুষ্যত্ব যখন হারিয়ে যায় মানুষ তখন পশুতে রূপ নেয় । কতটা নিষ্ঠুর পিতামাতা না হলে আজ নবজাতক সন্তানকে রাস্তায় ফেলে যায় । চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শনিবার ( ১৪মার্চ) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে থানার শাকদাহ নামক স্থানে । পাটকেলঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের শাকদাহের খালের পাড় থেকে কাপড়ে জড়ানো সদ্য ভূমিষ্ঠ এক মেয়ে নবজাতক উদ্ধার করেছে সবুজ সরদার নামে এক এ্যাম্বুলেন্স চালক ।
সরজমিনে অনুসন্ধানে গেলে , সবুজ সরদার জানান ,আজ ভোর রাতে সাতক্ষীরা থেকে এ্যাম্বুলেন্স চালিয়ে ফিরে আসার সময় শাকদাহ ব্রিজের কাছে আসলে দূর থেকে কাপড়ে জড়ানো কিছু একটা দেখতে পাই। আমি তাৎক্ষনিক ভাবে গাড়ি থামিয়ে কাছে দেখি শিশুটি কান্নাকাটি করছে। আমি তখনই শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসি ও থানা পুলিশকে অবগত করি ।
সবুজ সরদার জানান, বর্তমানে আমার ঘরে আটমাসের একটি কন্যা সন্তান রয়েছে আমি তাকে নিজের সন্তানের মতই মানুষ করতে চাই । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে । বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদের সাথে কথা বললে তিনি জানান , খবর পওয়া মাত্র আমারা ঘটনা স্থল পরিদর্শন করে আসি । শিশুকন্যাটিকে যেহেতু কেউ এসে দাবি করেনি , সেজন্য সবুজের জিম্মায় রেখে এসেছি । বাকি ব্যবস্থা তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে ।